1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
নাটকীয় জয় বাংলাদেশের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নাটকীয় জয় বাংলাদেশের

  • আপডেট টাইম: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৯৩৮ বার
নাটকীয় জয় বাংলাদেশের
এক ম্যাচে দু'বার জিতল বাংলাদেশ দল। ছবিঃ সংগৃহীত।

১ ম্যাচে ২ বার জিতল বাংলাদেশ। নাটকীয় জয় বাংলাদেশের ; বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের জন্য শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। এসময়ে শেষ ওভার বোলিং করতে আসেন মোসাদ্দেক। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে তখন ১৩৫ রান ৬ উইকেটে। পরের বলে ১ রান আসে। দরকার ৫ বলে ১৫ রান। পঞ্চম বলে বিগ হিট নিতে গিয়ে আফিফের হাতে ক্যাচ দিয়ে ব্রাডলি ইভান্স ২ বলে ২ রান করে সাজঘরে ফিরেন। দরকার ৪ বলে ১৫ রান।

নাটকীয় জয় বাংলাদেশের
টিম টাইগার্সের জয়োল্লাস। ছবিঃ সংগৃহীত।

চতুর্থ বলে বাউন্ডারির ফলে আসে ৪টি রান। জিততে হলে প্রয়োজন ৩ বলে ১১ রান। তৃতীয় বলে ওভার বাউন্ডারি মারার ফলে আসে অতি প্রয়োজনীয় ৬টি রান। জিম্বাবুয়েকে এই ম্যাচ জিততে হলে তখনো দরকার ছিল ২ বলে ৫ রান। পঞ্চম বলে সোহানের হাতে দূর্দান্ত স্ট্যাম্পিংয়ের শিকার হন…. জিততে হলে জিম্বাবুয়ের তখনো দরকার ছিলো ১ বলে ৫ রান।

নাটকীয় জয় বাংলাদেশের
মোসাদ্দেকের ঘূর্ণিবলে স্ট্যাম্পিংয়ের শিকার জিম্বাবুয়ের ব্যাটার। ছবিঃ সংগৃহীত

মুজারাবানি মোসাদ্দেকের করা বল ব্যাটে লাগাতে পারেননি, বল চলে যায় সোজা উইকেট কিপার সোহানের গ্লাভসে। সঙ্গে সঙ্গে সোহান স্ট্যাম্প ভেঙে জয়োল্লাসে মেতে উঠেন, জয়োল্লাসে মেতে উঠে পুরো বাংলাদেশ দল সহ মাঠে উপস্থিত দর্শকেরা। হাতের মুঠোয় থাকা ম্যাচ না জিততে পারার হতাশায় নিমজ্জিত ক্রিজে থাকা মুজারাবানি ও রায়ান বার্ল। নাটকীয় জয় বাংলাদেশের

নাটকীয় জয় বাংলাদেশের
গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের জয়োল্লাস। ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ দলের জয়োৎসবের মাঝেই লেগ আম্পায়ার থার্ড আম্পায়ারের শরণাপন্ন হোন। রিভিউতে দেখা যায়, বল স্ট্যাম্প পার হবার আগেই সেটা ধরে ফেলেন কিপার সোহান। যা ক্রিকেটের নিয়মের পরিপন্থী। ফলে সেই বলকে নো বল ঘোষণা করে ফ্রি হিট দেয়া হয় এবং জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ১ রান দেয়া হয়।

নাটকীয় জয় বাংলাদেশের
বোলার তাসকিনের ৩ উইকেট প্রাপ্তিতে উল্লাস | ছবিঃ সংগৃহীত

ফলে ম্যাচ জয়ের বিশাল আনন্দোল্লাস নিমিষেই ফিকে হয়ে যায় টাইগার শিবিরে। তাছাড়া বোলার মোসাদ্দেক এই ঘটনার কারণে অনেকটাই চাপে পড়ে যান। তাই শেষ বলটি করার আগে অধিনায়ক সাকিবের কাছে পরামর্শ নিতে যান মোসাদ্দেক। ১ ম্যাচে ২বার জিতল বাংলাদেশ

সাকিব আল হাসান নিজেও খানিকটা নার্ভাস থাকলেও মোসাদ্দেককে অভয় দিয়েছিলেন। তখন উল্টো অধিনায়ক সাকিবের নার্ভাসনেস কাটাতে মোসাদ্দেকই সাকিবকে বলেন, আমার বল ব্যাটেই লাগাতেই পারবে না মুজারাবানি এবং ঠিক সেটাই ঘটে। ফলে শেষ ওভারের শেষ বলে নাটকীয় এক ম্যাচে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার বাহিনী।

নাটকীয় জয় বাংলাদেশের
বোলার মুস্তাফিজের ২ উইকেট প্রাপ্তিতে উল্লাস | ছবিঃ সংগৃহীত

টাইগারদের ম্যাচ শেষে অধিনায়ক সাকিবের কণ্ঠেই শোনা যায় তুমুল আত্মবিশ্বাসী মোসাদ্দেকের সেই কথা। তিনি বলেন, ‘আমি যখন মোসাদ্দেকের কাছে গিয়েছিলাম, ও তখন শেষ ওভারটা করছিলো। সে আমাকে বলে, ‘আমি সর্বাত্বক নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো। চিন্তা করবেন না সাকিব ভাই। বল ব্যাটে ছোঁয়াতেও পারবে না মুজারাবানি। নাটকীয় জয় বাংলাদেশের

নাটকীয় জয় বাংলাদেশের
মোসাদ্দেক সাকিবের আস্থার প্রতিদান দিলেন। স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন জিম্বাবুয়ের ২ ব্যাটারকে।

ম্যাচের এমন অবস্থায় পুরোপুরি নার্ভাস থাকা সাকিব আল হাসানকে মোসাদ্দেকের এমন অভয়বাণী প্রদান ও তুমুল আত্মবিশ্বাস অনেকাংশেই স্বস্তি দিয়েছিল। সাকিব বলেন, আমি নার্ভাস ছিলাম। দেখুন, এটা আসলে খুব ভালো একটি খেলা। দুই দলই জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছে। এটা সমর্থকদের জন্য আনন্দের খোরাক যোগাবে।

এমন শ্বাসরুদ্ধকর জয়ের আগের বলেই অবশ্য সোহানকে সতর্ক করেছিলেন সাকিব আল হাসান। তিনি সোহানকে বলেন, ‘তুমি স্ট্যাম্পের খুব কাছে ছিলে। আম্পায়ার কিন্তু বারবার চেক করছিল। পরের বার তুমি অবশ্যই সতর্ক থাকবে।’ কিন্তু এবারও একই ভুল করে বসেন সোহান। কিন্তু মোসাদ্দেকের ঘূর্ণিবলের জাদুতে এযাত্রায় জয় পায় বাংলাদেশ। ফলশ্রুতিতে এক ম্যাচেই দু’বার জয়োল্লাসে মেতে উঠে পুরো বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এর আগে বাংলাদেশ দল টসে জিতে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫০ রান করে। শান্ত ৭১, আফিফ ২৯ এবং অধিনায়ক সাকিব ২৩ রান করেন। জিম্বাবুয়ের বোলার মুজারাবানি ১৩ রান দিয়ে ২ উইকেট এবং এনগারভা ২৪ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। পরে ব্যাট করে জিম্বাবুয়ে ১৪৭ রান করে ৮ উইকেট হারিয়ে। উইলিয়ামস ৬৪ রান করে সাজঘরে ফেরেন। বাংলাদেশের বোলার তাসকিন ১৯ রান দিয়ে ৩ উইকেট, মোস্তাফিজ ১৫ রান দিয়ে ২ উইকেট এবং মোসাদ্দেক ২টি উইকেট লাভ করেন।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews