অস্ট্রেলিয়ায় আয়োজিত ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো চ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় লাভ করলো ইংলিশরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আজ রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট টিম ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য

পাক ব্যাটাররা আজ নিয়মিত বিরতিতে তাদের উইকেট বিলিয়ে দিয়েছেন। ফলে তাঁরা ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হন। পাকিস্তানের ব্যাটার শান মাসুদ ২৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করে সাজঘরে ফেরেন। তাছাড়া পাক অধিনায়ক বাবর আজম ২৮ বলে মাত্র ৩২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। ম্যাচের শেষের দিকে ১৪ বলে ২০ রান করে শাদাব খান পাকিস্তানের স্কোর কিছুটা বৃদ্ধি করেন।
মাত্র ১৩৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের তীব্র গতির মুখে পড়ে মাত্র ৪৫ রানেই ৩ উইকেট হারায় ইংলিশরা। বিশ্বকাপে আবারো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ইংরেজদের শিবিরে তীব্র গতি আর অনবদ্য সুইংয়ের মিশেলে বোলিং করে শুরুতেই আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই অ্যালেক্স হেলসকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাত্র ৪৭ বলে ৮৬ রানের টর্ণেডো ইনিংস খেলা হেলসকে আজ ফাইনালে মাত্র ১ রানে প্যাভিলিয়নে পাঠান আফ্রিদি।
ইনিংসের চতুর্থ ওভারে ফিল সল্টকে সাজঘরে ফেরান হারিস রউফ। দলীয় ৩২ রানের মাথায় ৯ বলে মাত্র ১০ রান করে হারিসের শিকার হন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর শিরোপা জয়ের লক্ষ্যে শুরু থেকেই মারমুখী ব্যাটিং চালিয়ে যাওয়া ইংল্যান্ড অধিনায়কক জস বাটলারকে আউট করেন হারিস রউফ। তার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ১৭ বলে তিনটি চার আর একটি ছক্কার সাহায্যে ২৬ রান করে সাজঘরে ফেরেন বাটলার। তার বিদায়ে ইংলিশরা মাত্র ৫.৩ ওভারেই ৪৫ রানে ৩ উইকেট হারায়।
এরপর বেন স্টোকস সতীর্থ হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন। পাক বোলার শাদাব খান হ্যারি ব্রুককে আউট করে এই জুটি ভাঙ্গেন। ব্রুক ২৩ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন। তার বিদায়ে মাত্র ৮৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
১৩তম ওভারে লংঅফে শাদাব খানের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শাহিন শাহ আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন হ্যারি ব্রুক। বলটি তালুবন্দি করতে গিয়ে দুই হাঁটু গেড়ে বসে পড়েন শাহিন শাহ আফ্রিদি।
তখনই চোট পান তারকা এই পাক পেসার। ক্যাচটি নিয়েই মাঠে শুয়ে পড়েন তিনি। পরে তাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাহিরে বেরিয়ে যেতে দেখা যায়। পরে এই চোটাক্রান্ত শরীর নিয়ে ফের মাঠে নেমে বোলিং করতে গিয়ে তার ওভার শেষ করতে পারেননি আফ্রিদি। চোট নিয়ে ফের মাঠ ছাড়েন তিনি।
এর আগে ইংলিশ বোলার স্যাম কারানের বোলিং তোপে পড়ে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে পড়ে পাকিস্তান। আদিল রাশিদ ও ক্রিস জর্ডান স্যাম কারানকে যোগ্য সাহচর্যই দিয়েছেন। এই তিনজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষের ৪ ওভারে মাত্র একটি বাউন্ডারি মারতে পারে পাকিস্তানি ব্যাটাররা। ৪ টি উইকেটের বিনিময়ে পায় মাত্র ১৮ রান। মাত্র ১২ রান দিয়ে মূল্যবান ৩টি উইকেট শিকার করেন স্যাম কারান। আদিল রাশিদ ও ক্রিস জর্ডান দু’টো করে উইকেট শিকার করেন।


উইকেটে থিতু হতে পারেননি মোহাম্মদ হারিস। ইংলিশ স্পিনার আদিল রশিদের প্রথম শিকার হয়ে ১২ বলে ৮ রানে ফিরেন হারিস রউফ। পাক অধিনায়ক বাবর আজম আদিল রশিদের দ্বিতীয় শিকার।
১২ তম ওভারে আউট হওয়ার আগে তিনি ৩২ রান সংগ্রহ করেছেন ২৮ বল খেলে। সেটি মেইডেন ওভার পান আদিল রাশিদ। পরের ওভারেই রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ইফতেখার। ৬ বল খেলে ০ রানে বেন স্টেকসের শিকার হন তিনি। ৮টি বল আর মাত্র ১ রানের মাথায় ২টি উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে যায় বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান দল।
সেই পরিস্থিতি থেকে দায়িত্ব নিয়ে শান মাসুদ ও শাদাব খান দলকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখেন। এই দু’জন মিলে ২৫ বলে ২৩ রান করতে সমর্থ হন। ২৮ বলে ৩৮ রান করে শান মাসুদ ফিরে যান ১৭তম ওভারে। শাদাব খান পরের ওভারেই ক্রিস জর্ডানের শিকার হন।

১৪ বলে ২০ রান করে ফেরেন শাদাব। দু’জনে দ্রুত ফিরে গেলে আবারো ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলে পাকিস্তান। শেষ ভরসা হিসেবে মাঠে নেমে মোহাম্মাদ নওয়াজও সাজঘরে ফিরেন মাত্র ৫ রান করে। শেষ ওভারে ওয়াসিম জুনিয়রের উইকেট হারিয়ে ৮ উইকেটে মাত্র ১৩৭ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
I simply wanted to develop a small comment in order to appreciate you for all of the fabulous pointers you are giving on this website. My particularly long internet search has now been recognized with incredibly good insight to exchange with my guests. I ‘d declare that most of us website visitors actually are undeniably blessed to be in a magnificent site with many perfect people with beneficial plans. I feel really grateful to have encountered your site and look forward to many more exciting minutes reading here. Thanks a lot once again for a lot of things.