1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
কোহলি টি২০তে অবসর নিচ্ছেন!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

কোহলি টি২০তে অবসর নিচ্ছেন!

  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৩৪ বার
কোহলি টি২০ থেকে অবসর নিচ্ছেন
কোহলি টি২০ থেকে অবসর নিচ্ছেন

কোহলি টি২০তে অবসর নিচ্ছেন?
ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন বিরাট কোহলি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন! দুবাইয়ে অনুষ্ঠেয় এশিয়া কাপ ২০২২ এর ফাইনালে উঠতে ব্যর্থ ভারতের জন্য একমাত্র সান্ত্বনা হতে পারে দীর্ঘদিন পরে কোহলির ফর্মে ফেরা। দীর্ঘ ৩ বছর অফফর্মে থাকার পর সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের এই সেরা ব্যাটসম্যান।

এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন তিনি, রান করেছেন ধারাবাহিকভাবে। তাই আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে অনেকটাই নির্ভার বিসিসিআই। তবে আসন্ন টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় টি-টোয়েন্টির একাদশে বিরাট কোহলিকে আর দেখা নাও যেতে পারে।

এবারের এশিয়া কাপের ৫টি ম্যাচে ২টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিতে ২৭৬ রান করেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। দীর্ঘদিন রানখরায় থাকা কোহলির এমন পারফরম্যান্স বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে বইয়ে দিয়েছে স্বস্তির সুবাতাস। আগামি মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির ব্যাটে এমন রানবন্যাই চাইবে ভারতীয় দল। কোহলি টি২০তে অবসর নিচ্ছেন!

তবে কোহলির ব্যাট এমন ছন্দে ফেরার পর শুরু হয়েছে তাঁর অবসর নিয়ে গুঞ্জন। তাও আবার এমন সময়, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারেই দ্বারপ্রান্তে। এই বিশ্বকাপের পরেই নাকি এই ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। তিনি অবসর না নিতে চাইলে, অনেকটা জোর করেই নাকি তাকে এই ফরম্যাট থেকে অবসর নিতে বাধ্য করা হবে। কোহলি টি২০ থেকে অবসর নিচ্ছেন!

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঢেলে সাজাতে চায় পুরো দলটাকে। পরবর্তী বিশ্বকাপের আগেই ফর্মে থাকা তরুণ খেলোয়ারদের দলে পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে চায় তারা। আর এজন্যই সিনিয়র বেশ কয়েকজন খেলোয়াড়কে দলের চিন্তাভাবনা থেকে ছাঁটাই করতে চান তারা।

সবার আগে এই কোপটা নাকি পড়তে যাচ্ছে কোহলি ও জাদেজার ঘাড়ে। ভারতীয় এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘এটা নতুন কোন ঘটনা নয়। প্রতিটি বড় টুর্নামেন্টের পরেই দলে একটা পরিবর্তন আসে। গত বছর বিশ্বকাপের পরপরই মোহাম্মদ শামিকে বলা হয়েছিল, টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নজর দিতে। তাছাড়া কোহলিরও তো বয়স কমছে না। যে সংখ্যক ম্যাচ ভারত খেলে, তাতে ওর ওয়ার্কলোডের দিকে আমাদের মনোযোগ দিতেই হবে। আমাদের মতে, একটা পরিবর্তন দরকার। জাদেজাকে দেখুন, বারবার চোট পাচ্ছে। বিশ্বকাপ হয়ে যাক, এরপর দলের পরিবর্তন নিয়ে আমরা চিন্তাভাবনা করব।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি খেললেও ইনজুরিতে ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজার খেলা প্রায় অনিশ্চিত। বিশ্বকাপের আগে সেরে উঠতে না পারলে হয়তো জাতীয় দলের জার্সিতে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন এই অলরাউন্ডার। তবে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় কোহলি ও জাদেজা না থাকলেও অধিনায়ক রোহিত শর্মাকে এখনই কোন ফরম্যাটেই ছাঁটাইয়ের চিন্তাভাবনা করছে না তারা। রোহিত শর্মা ২০২৩ পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটেই নিয়মিত খেলে যাবেন।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, ‘রোহিত অধিনায়ক হওয়ার পরই ওকে বলে দেওয়া হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ও অধিনায়ক। ২০২৩ বিশ্বকাপের পর আলোচনা হতে পারে। তখন এটা মাথায় রাখতে হবে যে, ওর বয়স ৩৬ হয়ে গেছে। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি ভারতীয় দলকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া রোহিতের পক্ষে বেশ কঠিন হবে।’

সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি এখনও তার অবসরের বিষয়ে বোর্ডকে কিছু জানায়নি। বিশ্বকাপের পর তার বিষয়টি নিয়ে ভাববে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা। ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে কঠোর হওয়ার। তিনি বলেন, ‘কোহলি এখনও বোর্ডকে অবসরের ব্যাপারে কোন ইঙ্গিত দেয়নি। তবে কিছু কিছু সিদ্ধান্তের বিষয়ে আমাদের কঠিন হতে হবে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

One response to “কোহলি টি২০তে অবসর নিচ্ছেন!”

  1. Excellent read, I just passed this onto a friend who was doing a little research on that. And he just bought me lunch as I found it for him smile Thus let me rephrase that: Thank you for lunch! “Whenever you have an efficient government you have a dictatorship.” by Harry S Truman.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews