1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
পুলিশের রাজস্থানী ঘোড়া আমদানি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

পুলিশের রাজস্থানী ঘোড়া আমদানি

  • আপডেট টাইম: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৪২৪ বার
পুলিশের জন্য রাজস্থানী ঘোড়া আমদানি
বাংলাদেশ পুলিশের জন্য ভারতের রাজস্থান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৬টি ঘোড়া আমদানি করা হয়েছে | ছবি : সংগৃহীত।

বাংলাদেশ পুলিশ পার্শবর্তী বন্ধুপ্রতীম দেশ ভারত থেকে ৬টি উন্নত মানের প্রশিক্ষিত ঘোড়া আমদানি করেছে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হর্স এ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘোড়াগুলো আনা হয়। পুলিশের রাজস্থানী ঘোড়া আমদানি

সিএন্ডএফ এজেন্ট “মাধ্যম” এই ঘোড়াগুলোকে ভারত থেকে ছাড় নেয়ার দায়িত্বে ছিল। কলকাতার জে কে এন্টারপ্রাইজ নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ভারতের রাজস্থান থেকে বাংলাদেশ পুলিশের জন্য রপ্তানি করে।

সিএন্ডএফ এজেন্ট “মাধ্যম” এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এসকল তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের রাজস্থানী ঘোড়া আমদানি

মনিরুল ইসলাম (বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক ট্রাফিক) জানান যে, বাংলাদেশ পুলিশের জন্য এই ৬টি উন্নত মানের প্রশিক্ষনপ্রাপ্ত ঘোড়া ৮৩ হাজার ৩৪০ মার্কিন ডলারের বিনিময়ে ভারত থেকে আমদানি করা হয়েছে, যার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ লাখ টাকা। পুলিশের রাজস্থানী ঘোড়া আমদানি

ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে বাংলাদেশ পুলিশের জন্য আমদানিকৃত ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। সরবরাহকারী হিসেবে এই ঘোড়াগুলো পৌঁছানোর দায়িত্ব পেয়েছে ঢাকার মহসিন ব্রাদার্স নামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।

বাংলাদেশ পুলিশের জন্য আমদানিকৃত ঘোড়াগুলো দ্রুততম সময়ের মধ্যে খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আমদানিকৃত ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আমদানিকারক প্রতিষ্ঠান সিএন্ডএফ এজেন্ট মেসার্স মাধ্যম এন্টারপ্রাইজের প্রতিনিধি জনাব সাজেদুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের রাজস্থান থেকে ৬টি (মাড়োয়ারি) হর্স ক্যারেজ কিনেছে বাংলাদেশ পুলিশ। এখান থেকে ঘোড়াগুলো খালাস করার পর বেনাপোল বন্দর থেকে মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকার ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইনে নেয়া হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমদানিকৃত ঘোড়াগুলো দ্রুততম সময়ের মধ্যে খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews