অস্ট্রেলিয়ান পার্লামেন্টের প্রথম হিজাব পরিহিতা সিনেটর নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের তরুণী ফাতিমা পায়মান। তাঁর বয়স মাত্র ২৭ বছর। আফগানিস্তান থেকে পায়মানের বাবা শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম হিজাবি সিনেটর ফাতিমা পায়মান।
সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে তিনি তার বাবার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। ২০১৮ সালে ৪৭ বছর বয়সে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান পায়মানের বাবা।
পায়মানের মা ও তিন ছোট সহোদরের সঙ্গে ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় পৌঁছান। তখন তাঁর বয়স ছিল ০৮ বছর। তিনি পার্থে অস্ট্রেলিয়ান ইসলামিক কলেজে পড়াশোনা করেন। পরে চিকিৎসক হতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখন রাজনীতিতে জড়িয়ে পড়েন পায়মান।
পায়মান বলেন, ‘কে ভেবেছিল আফগানিস্তানে জন্ম নেওয়া এক তরুণী ও এক শরণার্থী বাবার মেয়ে আজ এই পার্লামেন্ট কক্ষে দাঁড়িয়ে কথা বলবে।’
Keep up the great piece of work, I read few content on this site and I think that your website is really interesting and holds sets of good info .