1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
অস্ট্রেলিয়ার প্রথম হিজাবি সিনেটর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার প্রথম হিজাবি সিনেটর ফাতিমা

  • আপডেট টাইম: শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৭৪০ বার
অস্ট্রেলিয়ার প্রথম হিজাবি সিনেটর ফাতিমা পায়মান
অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটর ফাতিমা পায়মান | ছবিঃ সংগৃহীত।

অস্ট্রেলিয়ান পার্লামেন্টের প্রথম হিজাব পরিহিতা সিনেটর নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের তরুণী ফাতিমা পায়মান। তাঁর বয়স মাত্র ২৭ বছর। আফগানিস্তান থেকে পায়মানের বাবা শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম হিজাবি সিনেটর ফাতিমা পায়মান।

সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া প্রথম ভাষণে তিনি তার বাবার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। ২০১৮ সালে ৪৭ বছর বয়সে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান পায়মানের বাবা।

অস্ট্রেলিয়ায় তাঁর বাবার ত্যাগের কথা উল্লেখ করে এই তরুণী সিনেটর বলেন, ভবিষ্যতে খারাপ সময়ের কথা চিন্তা করে, আমাদের সংসার চালাতে এবং আমার ও সহোদরদের জন্য অর্থ জোগাড় করতে গিয়ে বাবা ট্যাক্সিচালক ও নিরাপত্তাকর্মীর কাজ করেছেন দীর্ঘদিন। তিনি তার জীবদ্দশায় নিজের জন্য কিছুই করতে পারেননি। অস্ট্রেলিয়ার প্রথম হিজাবি সিনেটর ফাতিমা পায়মান।

পায়মানের মা ও তিন ছোট সহোদরের সঙ্গে ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় পৌঁছান। তখন তাঁর বয়স ছিল ০৮ বছর। তিনি পার্থে অস্ট্রেলিয়ান ইসলামিক কলেজে পড়াশোনা করেন। পরে চিকিৎসক হতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখন রাজনীতিতে জড়িয়ে পড়েন পায়মান।

পার্লামেন্টে দেওয়া ১ম ভাষণে নিজের হিজাব পরা নিয়েও কথা বলেন পায়মান। নিজের পছন্দেই হিজাব পরছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যাঁরা আমার কি পোশাক পরিধান উচিত, সেই উপদেশ দিতে কিংবা আমার বাহ্যিক অবস্থা দেখে আমার যোগ্যতা বিবেচনা করতে পছন্দ করেন, জেনে রাখুন, হিজাব আমার পছন্দ এবং এখানকার মুসলিম মেয়েরা গর্বের সঙ্গে হিজাব পরিধান করুন।’

পায়মান বলেন, ‘কে ভেবেছিল আফগানিস্তানে জন্ম নেওয়া এক তরুণী ও এক শরণার্থী বাবার মেয়ে আজ এই পার্লামেন্ট কক্ষে দাঁড়িয়ে কথা বলবে।’

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

One response to “অস্ট্রেলিয়ার প্রথম হিজাবি সিনেটর ফাতিমা”

  1. Keep up the great piece of work, I read few content on this site and I think that your website is really interesting and holds sets of good info .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews