1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
হলিক্রসের ছাত্রী পারপিতার আত্মহত্যা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

হলিক্রসের ছাত্রী পারপিতার আত্মহত্যা

  • আপডেট টাইম: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৬৮৮ বার
হলিক্রসের ছাত্রী পারপিতার আত্মহত্যা
হলিক্রসের ছাত্রী পারপিতার ফাইহা'র আত্মহত্যা। ছবিঃ সংগৃহীত।

রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের উচ্চতর গনিতের শিক্ষক শোভন রোজারিওর কাছে প্রাইভেট না পড়ায় নবম শ্রেণির শিক্ষার্থী পারপিতা ফাইহাকে ফেল করিয়ে দেয়া হয়। অপমান সইতে না পেরেই আত্মহননের পথ বেছে নেন পারপিতা ফাইহা। হলিক্রসের ছাত্রী পারপিতার আত্মহত্যা

শোভন রোজারিও’র কাছে কোচিং ও প্রাইভেট না পড়ায় ছাত্রীকে ফেল করান। ফলাফল পরীক্ষায় অকৃতকার্য, অপরাধ কোচিং না করা। অপমানে আত্মহত্যা করেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। পারপিতা’র ক্লাস রোল ছিলো ১। তিনি স্কুলের পাশেই তেজগায়ের ১২ তলা বাসভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। শিক্ষকদের এহেন মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন সারাদেশের অভিভাবকরা। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এ সংকটের স্থায়ী সমাধান চান। হলিক্রসের ছাত্রী পারপিতার আত্মহত্যা

হলিক্রসের ছাত্রী পারপিতার আত্মহত্যা
শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। ফাইল ছবি।

প্রস্তাবিত আইনে শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিং করানো নিষিদ্ধ করা হবে বলে তিনি জানান।

গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পারপিতা আত্মহত্যা করেন।

সহপাঠী ও স্বজনরা অভিযোগ করে বলেন, হলিক্রস স্কুলের উচ্চতর গণিতের শিক্ষক শোভন রোজারিওর কাছে প্রাইভেট না পড়ায় পারপিতাকে ফেল করিয়ে দেয়া হয়। অপমান সইতে না পেরেই আত্মহননের পথ বেছে নেন ফাইহা।

এর আগে গত এপ্রিলে সিরাজগঞ্জ জেলার তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান তার কাছে প্রাইভেট না পড়ায় পিটিয়ে মাহিয়া রহমান নামে এক শিক্ষার্থীর হাত ভেঙে দেন।

এছাড়াও গত সোমবার বরগুনায় স্কুলছাত্রকে কোচিং সেন্টারে শিক্ষকের পেটানোর নির্মম দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

অভিভাবকগণের অভিযোগ – সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে কোচিং ও প্রাইভেট না পড়লে খাতায় মার্কস কম দেয়ার পাশাপাশি ক্লাসরুমে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। তাই একপ্রকার বাধ্য হয়েই শ্রেণিশিক্ষকদের কাছে প্রাইভেট বা কোচিং করাচ্ছেন তারা।

একে ভয়াবহ অপরাধ উল্লেখ করে প্রস্তাবিত শিক্ষা আইনে এসকল জঘন্য ও নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

দিপু মনি আরো বলেন, শিক্ষকগণ নিজের ক্লাসের শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে বাধ্য করেন। তার কাছে কোচিংয়ে পড়তে যেতে এবং না পড়লে তার প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। কখনও তাকে নম্বর কম দেয়াসহ ফেল করিয়ে দেন।

শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদান ও গ্রহণে আরও বেশি মনোযোগী হওয়ার তাগিদ দেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

হলিক্রসের ছাত্রী পারপিতার আত্মহত্যা

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

One response to “হলিক্রসের ছাত্রী পারপিতার আত্মহত্যা”

  1. Very interesting details you have observed, thankyou for putting up. “I love acting. It is so much more real than life.” by Oscar Wilde.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews