1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
“রান্না করা খাবার নিয়ে অসহায় মানুষের পাশে পুনাক” - SBC News Bangla | Bangla News
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

“রান্না করা খাবার নিয়ে অসহায় মানুষের পাশে পুনাক”

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৮২১ বার

ডিএমপি নিউজঃ করোনা ঢেউ মোকাবেলায় চলমান বিধিনিষেধ চলাকালীন পথশিশু, ছিন্নমূল, বাস্তুহারা, দুঃস্থ ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচীর ধারাবাহিকতায় আজ ৮ জুলাই, ২০২১ (বৃহস্পতিবার) প্রায় ৮ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

রাজারবাগ পুলিশ লাইন্সে এ খাবার বিতরণের সময় প্রায় ৮ শতাধিক মানুষের নাম ঠিকানা রেখে দেয়া হয় যাদের কাছে ক্রমান্বয়ে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

রান্না করা খাবার বিতরণের এ কর্মসূচীতে পুনাক সভানেত্রী জীশান মীর্জা ও সাধারণ সম্পাদিকা মোছাঃ খাদিজা তুল কোবরাসহ অন্যান্য পুনাক সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রীর এ ব্যতিক্রম উদ্যোগ থেকে অসহায় মানুষের পাশে সকালের নাস্তা হিসেবে চিড়া, গুড়, কলাও বিতরণ করা হচ্ছে।

খাবার বিতরণ প্রসঙ্গে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, “আমরা প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি একজনের পাশে এসেও দাঁড়াই তাহলে আর খাদ্যাভাবে কাউকে কষ্ট করতে হবে না। ৪ জুলাই থেকে আমরা নিজ হাতে রান্না করা খাবার নিয়ে প্রতিদিন ২০০ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আমরা মাস্ক বিতরণ করছি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগনকে সচেতন করছি।”

চলমান এই বিধি-নিষেধ চলা পর্যন্ত  পুনাকের পক্ষ থেকে এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

One response to ““রান্না করা খাবার নিয়ে অসহায় মানুষের পাশে পুনাক””

  1. hello!,I love your writing so so much! percentage we keep up a correspondence more approximately your article on AOL? I need a specialist on this area to solve my problem. Maybe that’s you! Looking forward to peer you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews