1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
মুক্তি পেল দৃশ্যম২ ট্রেলার
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

মুক্তি পেল দৃশ্যম২ এর ট্রেলার

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩১৭৪ বার
মুক্তি পেল দৃশ্যম ২ এ-র ট্রেলার
এবার মুক্তি পেল দৃশ্যম ২ এর ট্রেলার | ছবি : সংগৃহীত।

সেই ২০১৫ সালের কথা। মনে আছে নিশ্চয়ই অজয় দেবগন অভিনীত সুপার ডুপার হিট সিনেমা ‘দৃশ্যম’ মুক্তি পেয়েছিলো সেই বছর। এই মুভির প্রতিটি পরতে পরতে ছিলো ভরপুর থ্রিলার। এরপর এভাবেই কেটে গেছে বিগত সাতটি বছর। আবারও রহস্যে ঘেরা সেই টানটান উত্তেজনায় ভরপুর মুভি নিয়ে বড় পর্দায় ফিরছেন অজয়। অজয় দেবগন অভিনীত সম্প্রতি এই মুভির টিজারের পর এবার মুক্তি পেল দৃশ্যম২ ট্রেলার

অজয় দেবগন অভিনীত সম্প্রতি ‘দৃশ্যম টু’ মুভির ট্রেলার মুক্তি পেয়েছে। পুলিশ বিভাগের উপর জনগণ তাদের বিশ্বাস আর আস্থা বজায় রাখবে কিনা- এমন প্রশ্নেরই ইঙ্গিত মিলেছে নতুন এই থ্রিলারধর্মী মুভির ট্রেলারে। মুক্তি পেল দৃশ্যম২ এর ট্রেলার

সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, পুলিশ অফিসার মীরা দেশমুখ এর ছেলে স্যামের রহস্যময় মৃত্যুর কথা মনে আছে? দীর্ঘ ৭ বছর পরেও তার ছেলের মৃতদেহের কোনো হদিস পায়নি পুলিশ। তবুও হাল ছাড়েননি পুলিশ অফিসার স্যামের মা মীরা দেশমুখ। মুক্তি পেল দৃশ্যম২ ট্রেলার

নতুন করে আবার সেই ৭ বছর আগের পুরোনো রহস্যময় মৃত্যুর ঘটনার ফাইল খোলা হলো নতুনভাবে। এদিকে তদন্তকারী অফিসারের নেয়া নয়া উদ্যোগে ভীষণ ভয়ে আছেন বিজয় সালগাওকার। হ্যা! বলছিলাম, দৃশ্যম সিনেমার কথা।

বিজয় সালগাওকারের একটি মাস্টার মাইন্ড প্ল্যানিং কীভাবে পুরো পুলিশ বাহিনীকে নাকানি চোবানি খাইয়েছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই লোমহর্ষক ঘটনার প্রতিটি মুহূর্ত বড় পর্দায় বেশ উপভোগ করেছিলেন সকল শ্রেণির দর্শকমহল।

‘দৃশ্যম’ মুভি ২০১৫ সালের মালায়ালাম সিনেমার রিমেক ভার্সন। সুপার হিট এই সিনেমার চূড়ান্ত সাফল্যের পর পরিচালক এবার নির্মাণ করেছেন ‘দৃশ্যম ২’। এই মুভির প্রতি পরতে টানটান উত্তেজনায় ভরপুর ‘দৃশ্যম টু’ এর টিজার রিলিজের পর এবার মুক্তি পেল সিনেমাটির ট্রেলার।

সিনেমাটির ট্রেলারে দেখা যায়, পর্দায় বিজয় সালগাওকারের চরিত্রে অভিনয় করা অজয়কে ইনভেস্টিগেটিং অফিসার অক্ষয় খান্নার কঠিন জেরার মুখে পড়তে হয়েছে। প্রাক্তন আইজি মীরা দেশমুখের ছেলে স্যামের মৃত্যুর পিছনে সালগওকর ও তার পরিবারের হাত রয়েছে এমন সন্দেহের প্রমাণ করাই একমাত্র উদ্দেশ্য অক্ষয়ের।

তবে কি এবার সত্যি সত্যিই পুলিশের জালে ধরা পড়তে যাচ্ছেন বিজয়? পুলিশ কি তার মেধা ও দক্ষতায় এ ঘটনার রহস্যের জাল ভেদ করতে পারবে? শেষ পর্যন্ত দীর্ঘ ৭ বছর অতিবাহিত হওয়া পুরোনো সেই হত্যা মামলার ফাইল আবারো খুলে অজয় দেবগনকে কি উপযুক্ত শাস্তি দিতে পারবে পুলিশ বিভাগ? আশা করি সেই রহস্যের জট খুলবে আগামী ১৮ নভেম্বরে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews