বজ্রপাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯ জন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৫ জন। আজ (বৃহস্পতিবার) আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে অত্র উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে ৯ জনের মৃত্যু
মারা যাওয়া কৃষি শ্রমিকেরা সবাই মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে ধানখেতে কাজ করছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। এরই মধ্যে দমকা হাওয়া সহ আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানো, বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় তাঁরা পাশের সেঁচযন্ত্রের ঘরে গিয়ে ওঠেন। এ সময় সেঁচযন্ত্রের ঘরের উপরে বজ্রপাতে এক নারীসহ ৮ জনের মৃত্যু হয়। পরে আরও ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর ৫ জন। উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বজ্রপাতে মারা যাওয়া ৯ জনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন।
উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন বলেন, মারা যাওয়া প্রতিটি পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে পঁচিশ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বজ্রপাতে ৯ জনের মৃত্যু
ঘটে যাওয়া এ মর্মান্তিক দূর্ঘটনায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মাটি কোড়া গ্রামে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। নিহতদের স্বজনদের প্রতি গ্রামের সবাই সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছে। পরিবারগুলো একেবারে নিঃস্ব প্রায় অবস্থায় পড়েছে। বজ্রপাতে যারা মারা গেছেন, তারা সবাই পরিবারের কর্মক্ষম ব্যক্তি ছিলেন। এ-ই অবস্থায় উপজেলার (ইউএনও) কতৃর্ক দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে পঁচিশ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের প্রতি গ্রামের সবাই সমবেদনা জ্ঞাপন করছেন।
Leave a Reply