বাংলাদেশ পুলিশ পার্শবর্তী বন্ধুপ্রতীম দেশ ভারত থেকে ৬টি উন্নত মানের প্রশিক্ষিত ঘোড়া আমদানি করেছে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হর্স এ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘোড়াগুলো আনা হয়। পুলিশের রাজস্থানী ঘোড়া আমদানি
সিএন্ডএফ এজেন্ট “মাধ্যম” এন্টারপ্রাইজের প্রতিনিধি এবং সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এসকল তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের রাজস্থানী ঘোড়া আমদানি
ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে বাংলাদেশ পুলিশের জন্য আমদানিকৃত ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। সরবরাহকারী হিসেবে এই ঘোড়াগুলো পৌঁছানোর দায়িত্ব পেয়েছে ঢাকার মহসিন ব্রাদার্স নামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।
বাংলাদেশ পুলিশের জন্য আমদানিকৃত ঘোড়াগুলো দ্রুততম সময়ের মধ্যে খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। আমদানিকৃত ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘আমদানিকৃত ঘোড়াগুলো দ্রুততম সময়ের মধ্যে খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
Leave a Reply