বর্তমানে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা এবং দেশের পরবর্তী নতুন প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনাককে নির্বাচন যুক্তরাজ্যের রাজনীতিতে একটি ইতিহাস সৃষ্টিকারী ঘটনা। ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাক
কারণ এই প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত তথা অভিবাসীর সন্তান, একজন অশ্বেতাঙ্গ যুক্তরাজ্যের রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পদ অলংকৃত করতে যাচ্ছেন।
ঋষি সুনাক ১৯৮০ সালে ব্রিটেনের বন্দরনগরী সাদাম্পটনে জন্মগ্রহণ করেন। তার বাবা পেশায় একজন চিকিৎসক ছিলেন। মা চালাতেন ফার্মেসি। ফলে তাঁদের পরিবার ছিল বেশ সচ্ছল।
গেলো সপ্তাহে কনজারভেটিভ পার্টির প্রধান ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন লিজ ট্রাস। তারপরেই শুরু হয় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের কৌশলগত প্রক্রিয়া।

বর্তমানে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির নীতি-নির্ধারণী ১৯২২ কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, যদি কেউ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে তাকে কমপক্ষে ১০০ জন টোরি এমপির সমর্থন আদায় করে নিতে হবে। এই ঘোষণার পর পরই ঋসি সুনাক, পেনি মর্ডান্ট ও বরিস জনসনের নাম সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়। ১০০ জন টোরি এমপির সমর্থন পেতে গত সোমবার স্থানীয় সময় দুপুর ২ টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিলো তাদের।
আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার কথা রয়েছে ঋষি সুনাকের। এদিকে ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে যুক্তরাজ্যের পার্লামেন্টের ইতিহাসে এবারই প্রথম কোন এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা মিলতে যাচ্ছে।
ঋষি সুনাক ব্রিটেনের খ্যাতনামা উইনচেস্টার কলেজের প্রাইভেট বোর্ডিং স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।
ভারতীয় এক বিলিয়নিয়ারের মেয়ে আকশাতা মুর্তিকে ঋষি সুনাক বিয়ে করেছেন। দুটি কন্যা সন্তান রয়েছে তাদের সংসারে। যুক্তরাষ্ট্রে আকশাতার সঙ্গে পরিচয় হয় সুনাকের এবং তারপর বিয়ে হয় দু’জনের।
এখন পর্যন্ত কী পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সুনাক সেটি তিনি কখনো গণমাধ্যমে প্রকাশ করেননি। তবে যুক্তরাজ্যের রাজনীতিতে প্রবেশের আগেই অর্থনীতিতে নিজের ক্যারিয়ার গড়া ঋষি মাত্র ২০ বছর বয়সেই মিলিয়নিয়ার বনে যান।
ঋষি সুনাকের ভাষ্য অনুযায়ী তিনি কখনো (অ্যালকোহল) মদ্যপান করেন না এবং যেকোন ধরনের মাদক থেকে নিজেকে বিরত রাখেন। তিনি হিন্দু ধর্মের অনুসারী বলে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
Good ?V I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all the tabs and related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it in the least. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, web site theme . a tones way for your client to communicate. Excellent task..