1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
ইউটিউবারদের জন্য মাহি হইনি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ইউটিউবারদের জন্য মাহি হইনি

  • আপডেট টাইম: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৫৫৭ বার
ইউটিউবারদের জন্য মাহিয়া মাহি হইনি
ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি | ছবিঃ সংগৃহীত।

মাহিয়া মাহি ঢাকাই চলচ্চিত্রের মোটামুটি সফল চিত্রনায়িকা। এই মুহুর্তে দেশীয় বাংলা সিনেমায় ব্যস্ততা অনেকটাই কমিয়ে দিয়েছেন। মাহি আপাতত গাজীপুরে নিজ হাতে গড়ে তোলা রেস্তোরাঁয় সময় দিচ্ছেন। দেশীয় চলচ্চিত্রের আয়োজনে মাঝে মাঝে তার সরব উপস্থিতি সবার নজর কাড়ে। নানারকম কাজে ব্যস্ত সময় পার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা। ইউটিউবারদের জন্য মাহি হইনি

দীর্ঘদিন পরে গত শুক্রবার (৭ অক্টোবর) মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’ মুক্তি পেয়েছে।

নতুন এই মুভির মুক্তি উপলক্ষে বিশেষ প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি মাহিয়া মাহি বলেন, ‘আমি আসলে ইউটিউবারদের জন্য মাহিয়া মাহি হইনি। চলচ্চিত্রে যখন একেবারেই নতুন ছিলাম, যখন কেউ আমাকে চিনত না, তখন কোনো ইউটিউবারই আমাকে নিয়ে ভিডিও (কনটেন্ট) বানায়নি। আজকে আপনাদের (সাংবাদিকদের) জন্য আমি মাহিয়া মাহি হয়ে এখানে আসতে পেরেছি।’

মাহি আরও বলেন, ‘আপনারা (সাংবাদিকেরা) আসবেন বলে আজ আমি এখানে এসেছি। আপনারা আছেন বলেই আজকে আমি মাহিয়া মাহি হয়েছি। ইউটিউবারদের জন্য কিন্তু আমি মাহিয়া মাহি হইনি। যেটা সত্য আমি সবসময়ই সেটা বলতে পছন্দ করি।’ ইউটিউবারদের জন্য মাহি হইনি

অল্প কিছুদিন আগেই ঢাকাই ফিল্মের জনপ্রিয় এই নায়িকা বিয়ে করেছেন। মাহি বিয়ের ঠিক ১ বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জানিয়েছিলেন।

কন্যা সন্তানের জননী হবেন বলে জানিয়েছেন তিনি। অল্প কিছুদিনের মধ্যেই তার ঘর আলো করে আসছে কন্যাসন্তান। কন্যা সন্তানের নাম ‘ফারিশতা’ রাখবেন বলে ঠিক করে রেখেছেন তিনি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি জেনেছি আমার মেয়ে হবে। মেয়ের নাম কি রাখবো সেটাও ঠিক করে রেখেছি। মেয়ের নাম হবে ফারিশতা।’

গত শুক্রবার বাংলাদেশের ২১টি প্রেক্ষাগৃহে একযোগে মাহিয়া মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ মুভিটি সগৌরবে মুক্তি পেয়েছে। গত শুক্রবার (৭ অক্টোবর) এই সিনেমা মুক্তির প্রথম দিনে ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে মাহি ব্যস্ত ছিলেন। তার কন্যা সন্তান হওয়ার খবরটি সেখানে বসেই এক ভিডিও বার্তার মাধ্যমে জানান তিনি। ইউটিউবারদের জন্য মাহি হইনি

‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালনা করেছেন। এই সিনেমাতে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন মাহিয়া মাহি।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews