শিশুশিল্পী হিসাবে ঢাকাই চলচ্চিত্রে ‘ভালোবাসার রং’ ছবিতে প্রথম কাজ করেছিলেন আজকের হার্টথ্রব চিত্রনায়িকা পূজা চেরি। পরি চরিত্রে ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করে আলোনায় এসেছেন এই নায়িকা। বাংলা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে প্রথম পর্দায় হাজির হওয়া পূজা চেরি ঢালিউডে এখন পুরোদস্তুর হিট নায়িকা। মঙ্গলবার বিকেলে পূজার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, কোন রকম সত্যমিথ্যা, যাচাই-বাছাই ও স্টেটমেন্ট ছাড়া তার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, তাহলে কঠোর আইনী ব্যবস্থা নেবেন পূজা চেরি।
সম্প্রতি শাকিব খানের সঙ্গে পূজা চেরির প্রেমের গুঞ্জনে তোলপাড় ঢালিউড পাড়া। শুধু তাই নয়, ফিল্ম পাড়ায় এটাও শোনা যাচ্ছে যে, পূজার কারণেই নাকি শাকিব-বুবলীর সাংসারিক সম্পর্কে ফাটল ধরেছে। বিষয়টি নিয়ে চরম বিরক্ত এই চিত্রনায়িকা। তাই গুঞ্জন রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেবেন বলে হুশিয়ারি প্রদান করেছেন পূজা চেরি।
চিত্রনায়িকা পূজা চেরি মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি খোলাসা করেছেন।

পূজা আরো লিখেছেন, ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’
চিত্রনায়িকা পূজা চেরির ভাষ্যমতে, ‘আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’
I love it when people come together and share opinions, great blog, keep it up.